সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

১০ হাজার ফুট নিচে নেমে এল বোয়িং ৭৩৭

পাইলটের কারনে রক্ষা পেল ১৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:৫৪, ২০ অক্টোবর ২০২৫

পাইলটের কারনে রক্ষা পেল ১৪০ জন

ছবি: সংগৃহীত

ফের শিরোনামে বোয়িং! যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে এক ভয়াবহ ঘটনা ঘটে গেল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানে। ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী বিমানটি উড়ছিল ৩৬ হাজার ফুট উচ্চতায়। ঠিক তখনই হঠাৎ ককপিটের সামনের উইন্ডশিল্ড বা জানালার কাচ ভেঙে যায়—এর পর মুহূর্তেই বিমানটি এক ধাক্কায় প্রায় ১০ হাজার ফুট নিচে নেমে আসে!

ভাঙা কাচের টুকরো লেগে আহত হন বিমানের এক পাইলট। প্রাথমিকভাবে তার হাতে কাচের টুকরো গেঁথে যায় বলে জানা গেছে। হঠাৎ চাপ কমে যাওয়ায় কেবিনে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, যাত্রীরা তখন সিটবেল্ট শক্ত করে ধরে মৃত্যুভয়ে প্রার্থনা করছেন।

পাইলটের দ্রুত সিদ্ধান্তে বিমানটি সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। বিমানে তখন মোট ১৪০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের কেউ গুরুতর আহত হননি। পাইলটও এখন স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, কোনও ছোট উল্কাপিণ্ডের সংঘর্ষে উইন্ডশিল্ডে ফাটল ধরতে পারে। ক্ষতিগ্রস্ত অংশে পোড়া দাগও দেখা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ইউনাইটেড কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বোয়িং সংস্থাকেও সতর্ক করা হয়েছে।

বোয়িংয়ের এই সিরিজের বিমান নিয়ে আগেও একাধিক নিরাপত্তা প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত ত্রুটি ও উড্ডয়ন নিরাপত্তা ইস্যুতে বহু দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা নতুন করে সেই নিরাপত্তা সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এনে দিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন