হংকং বিমানবন্দরে সমুদ্রে ছিটকে পড়ল কার্গো প্লেন, নিহত দুই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৪২, ২০ অক্টোবর ২০২৫

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুবাই থেকে আসা একটি কার্গো বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে গিয়ে পড়ে। এতে দু’জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে দূর্ঘটনার বিবরণ বিস্তারিত দেওয়া হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার রাত ৭টা ৫০ মিনিটে) চেক ল্যাপ কক এলাকায় অবস্থিত হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়েতে। বিমানটি ছিল এমিরেটসের ফ্লাইট ইকে-৯৭৮৮, মডেল বোয়িং ৭৪৭-৪৮১, যা পরিচালনা করছিল তুরস্কের মালবাহী সংস্থা এয়ার এ.সি.টি.।
সিভিল অ্যাভিয়েশন বিভাগের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, অবতরণের সময় বিমানটি রানওয়ের পাশে থাকা একটি বিমানবন্দর যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে
সেই গাড়িতে থাকা দুজন কর্মী সমুদ্রে পড়ে যান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে, বিমানে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন; তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর উত্তর রানওয়েটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বাকি দুটি রানওয়ে সচল রয়েছে, যাতে আকাশপথের অন্যান্য ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকে।
হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার নৌযান ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয় সংবাদমাধ্যম আরটিএইচকে জানায়, উদ্ধারকাজে অন্তত ছয়টি দল অংশ নেয় এবং দুর্ঘটনাস্থলের আশপাশে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার জেরে সোমবার সকালে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে বলে হংকং এয়ারপোর্ট অথরিটির ওয়েবসাইটে জানানো হয়েছে। সকাল ১০টায় (বাংলাদেশ সময় ভোর ২টা) কর্তৃপক্ষ এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করবে।
বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রেকর্ড সবসময়ই প্রশংসনীয়। তাই এমন দুর্ঘটনা অত্যন্ত বিরল বলে মন্তব্য করেছেন স্থানীয় বিমান বিশেষজ্ঞরা।