শেরেবাংলা নগরে পিস্তলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৪, ২০ অক্টোবর ২০২৫

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ ওই যুবককে থামায়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি আরও জানান, আটক হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তার রাজনৈতিক বা সংগঠনিক কোনো পরিচয় আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্তে প্রাথমিকভাবে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।