সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

কলম্বিয়ার অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৩, ২০ অক্টোবর ২০২৫

কলম্বিয়ার অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ছবি : সংগৃহীত

মাদক উৎপাদন, পাচার  ও কূটনৈতিক সহায়তা ইস্যুতে দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার সম্পর্ক একেবারে শীতল ও নিম্ন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে আর কোনো আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবে না।

সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো “মাদক উৎপাদন ও পাচার বন্ধে কিছুই করছেন না,” অথচ “যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণ অনুদান ও ভর্তুকি শুধু আমেরিকার টাকা লুণ্ঠন ছাড়া কিছু নয়।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন—“আজ থেকে এই সব পেমেন্ট বা ভর্তুকি বন্ধ। আমেরিকার অর্থ আর কলম্বিয়ার কাছে যাবে না।”

ট্রাম্প আরও বলেন, পেত্রো যদি “মৃত্যুক্ষেত্র” (অর্থাৎ মাদক উৎপাদন অঞ্চল) বন্ধ না করেন, তবে “আমেরিকা নিজেই তা বন্ধ করে দেবে—ভদ্রভাবে নয়।”
এই মন্তব্য যুক্তরাষ্ট্র-কলোম্বিয়া সম্পর্কের ইতিহাসে সবচেয়ে কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে কলোম্বিয়া প্রায় ২১০ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে, যার মধ্যে কৃষি খাতে ৩১ মিলিয়ন ডলার ব্যয় হওয়ার কথা ছিল।

গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একাধিক “ড্রাগ বোট”-এর ওপর বিমান ও সমুদ্র হামলা চালাচ্ছে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, একটি কলম্বিয়ান সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত নৌযান লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হয়েছে। এটি ছিল সপ্তম এমন অভিযান।
এর আগের এক অভিযানে দুইজন জীবিত উদ্ধার হয়েছিলেন—যাদের একজন ইকুয়েডর ও অন্যজন কলম্বিয়ার নাগরিক। ট্রাম্প জানান, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো রবিবারই পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন,আপনি কলম্বিয়ার প্রতি শ্রদ্ধাশীল নয়  ও অজ্ঞ। ‘ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিটিউড’ পড়ুন—তাতে হয়তো একাকীত্ব সম্পর্কে কিছু জানতে পারবেন।”

পেত্রো আরও বলেন, “আমি ব্যবসায়ী নই, সমাজতন্ত্রী। আমি সংহতি, মানবতার কল্যাণ ও যৌথ সম্পদের ওপর বিশ্বাস করি—বিশেষ করে জীবনের ওপর, যেটি আপনার তেলশিল্পের কারণে এখন বিপন্ন।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, কলোম্বিয়া বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ কোকেইন উৎপাদনকারী দেশ—মোট উৎপাদনের প্রায় দুই-তৃতীয়াংশ এখানেই হয়। দীর্ঘদিন ধরে দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা-সহযোগী হিসেবে পরিচিত ছিল। কিন্তু পেত্রোর সমাজতান্ত্রিক অবস্থান ও মার্কিন সামরিক নীতি-বিরোধী অবস্থানের কারণে সম্পর্ক ক্রমেই শীতল হয়েছে।

ট্রাম্প প্রশাসনের সর্বশেষ এই আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, পুরো লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব পুনর্গঠনের ইঙ্গিত বহন করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন