সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

উখিয়া বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার 

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৮, ২০ অক্টোবর ২০২৫

উখিয়া বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। 

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে সন্দেহজনকভাবে প্রবেশকারী দুই ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা এগিয়ে যায়। তিনি ওই দুই জন দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি নীল গেঞ্জিতে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর তিনটি নীল রঙের বায়ুরোধী কাঠে রাখা ৩০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,  মাদক চোরাকারবারীরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো দ্রুত টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন