মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৬, ২০ অক্টোবর ২০২৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে, পরিচালক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই আদেশ দেন।
বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। শুনানির সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গত ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় নামে এক তরুণ আন্দোলনে অংশ নেন। ওইদিন আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। দুর্জয় গুলিবিদ্ধ হয়ে দুই চোখে দৃষ্টি হারান এবং মাথায় গুরুতর আঘাত পান। হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়।
পথচারীরা তাকে উদ্ধার করে এ এম জেড হাসপাতালে নেন, পরে চক্ষু ইনস্টিটিউট ও সিএমএইচে উন্নত চিকিৎসা হয়।
এই ঘটনায় ২০২৪ সালের ২০ নভেম্বর দুর্জয় বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
পরের দিন ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। তারও পাঁচ দিনের রিমান্ড শেষে ৩০ আগস্ট কারাগারে পাঠানো হয়।
আজ আদালতের নির্দেশে তাদের জুলাই আন্দোলনের এই হত্যাচেষ্টা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো।