সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

শেখ হাসিনা নিরপরাধ, খালাস চাইলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

প্রকাশ: ১৬:০১, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:২২, ২০ অক্টোবর ২০২৫

শেখ হাসিনা নিরপরাধ, খালাস চাইলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমীর হোসেন।

সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এই দাবি করেন।

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজন আসামির পক্ষে যুক্তিতর্ক শুরু হয় এদিন। যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন বলেন,
“শেখ হাসিনা নিরপরাধ। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাস চাই।”

তিনি আরও যুক্ত করেন,“শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়নি। সাক্ষ্য-প্রমাণে প্রসিকিউশন কোনো অভিযোগই প্রতিষ্ঠা করতে পারেনি। তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের খালাস প্রত্যাশা করছি।”

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টানা পাঁচ দিন যুক্তিতর্ক উপস্থাপনের পর প্রসিকিউশন তাদের বক্তব্য শেষ করে। তখনই ট্রাইব্যুনাল সোমবার (২০ অক্টোবর) দিন ধার্য করে আসামিপক্ষের যুক্তিতর্কের জন্য।

এই আলোচিত মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন তদন্ত কর্মকর্তা, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে মামলার মূল দুই আসামি পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো সাফাই সাক্ষ্য উপস্থাপন সম্ভব হয়নি।

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত “জুলাই গণঅভ্যুত্থান”-সংক্রান্ত এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও তদন্ত প্রক্রিয়া শেষে এখন মামলাটি যুক্তিতর্কের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন