রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

ধর্ম অবমাননা মামলায় নর্থ সাউথের অপূর্বের দায় স্বীকার

আদালতে জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৮:২৮, ১৯ অক্টোবর ২০২৫

আদালতে জবানবন্দি

মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া জানান, অপূর্ব স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তা রেকর্ড করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে অপূর্ব ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফ হাতে নিয়ে ফ্লোরে ফেলে পদদলিত করার কথা স্বীকার করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

গত ৪ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অপূর্বের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ ওঠে। ভিডিওগুলো ভাইরাল হলে ক্ষুব্ধ জনতা গভীর রাতে তার বাসার সামনে জড়ো হয়।

খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্বকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশ ও অপূর্ব উভয়ের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

৫ অক্টোবর ভাটারা থানার এসআই হাসমত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৪ অক্টোবর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপূর্ব পাল ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী, যাকে পরবর্তীতে বহিষ্কার করা হয়েছে।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন