দিওয়ালির আলোয় উজ্জ্বল ‘কাপুর ক্ল্যান’!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৪৮, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১৩, ১৯ অক্টোবর ২০২৫

বলিউডের ‘রাজকীয় বংশধরদের’ মধ্যে কাপুর পরিবার সবসময়ই উৎসবের আবহে থাকে সবার নজরে। প্রতি বছরের মতো এ বছরও ধনতেরাসের (দিওয়ালি বা দীপাবলি উৎসবের প্রথম দিন) আগের সন্ধ্যায় জমে উঠেছিল কাপুরদের পারিবারিক আয়োজন। এক ছাদের নিচে একত্রিত হয়েছিলেন কারিনা ও কারিশমা কাপুর, আলিয়া ভাট, সোহা আলি খান, নীতু কাপুরসহ প্রায় পুরো ‘কাপুর ক্ল্যান’।
ধনতেরাসের রাতের কিছু মুহূর্ত ভাগ করে নেন আরমান জৈনের স্ত্রী অনিসা মালহোত্রা জৈন, যিনি রাজ কাপুরের কন্যা রীমা জৈনের পুত্রবধূ। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলিতে দেখা যায়— কারিনা, কারিশমা, নিতাশা নন্দা, অনিসা, আলিয়া ও অ্যালেখা আদভানিকে একসঙ্গে। একেবারে বলিউডের ‘স্টার ফ্যামিলি পোর্ট্রেট’।
পরবর্তী ছবিতে দেখা যায় করিনা ও কারিশমার সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন অনিসা ও আরমান জৈন। অন্য একটি ফ্রেমে ধরা পড়েছে কারিনার স্বামী সাইফ আলি খান ও তার তিন ছেলে— ইব্রাহিম, তৈমুর ও জেহ্। সঙ্গে ছিলেন সাইফের বোন সোহা আলি খান, যিনি নিজের ইনস্টাগ্রামেও ছবিগুলো শেয়ার করেছেন। সেখানে আরও দেখা যায়, নীতু কাপুর, রণধীর কাপুর, রীমা জৈন, আদার জৈন এবং শশি কাপুরের ছেলে কুনাল কাপুরকে।
অনিসার ক্যাপশন ছিল সংক্ষিপ্ত— লাভ অ্যান্ড লাইট। অ্যাবাউট লাস্ট নাইট।
অন্যদিকে সোহা আলি খান তার পোস্টে লিখেছেন, “লাস্ট নাইট হ্যাড সাম সলিড গোল্ড এনার্জি। #HappyDhanteras!!”— পোস্টে দেখা যায় সোহা, কারিনা, সাইফ, কুনাল ও অমৃতা অরোরাকে। এক সুন্দর মুহূর্তে সোহা ও তার মেয়ে ইনায়া নামিরা কেম্মুকে দেখা যায় সিঁড়িতে বসে থাকা অবস্থায়।
এই পারিবারিক জমায়েতে আনন্দে ভরপুর ছিলেন নবাগত নায়ক ইব্রাহিম আলি খানও। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট দুই ভাই তৈমুর ও জেহর সঙ্গে এক দুষ্টুমি-ভরা ছবি দিয়ে লিখেছেন—“তিনো ভাই, তিনো তাবাহি!”
বলিউডের সবচেয়ে বড় স্টার ফ্যামিলি হিসেবে পরিচিত কাপুর পরিবার প্রতি বছরই দীপাবলির সময় সবার চোখে চোখে থাকে। ধনতেরাসের এই উজ্জ্বল ছবিগুলো দেখে নেটিজেনরাও এখন অপেক্ষায়— কাপুরদের ‘দীপাবলি নাইট’ এবার কেমন ঝলমলে হয়!