কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩৭, ১৯ অক্টোবর ২০২৫

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে অস্ত্র প্রদর্শনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নগরের কান্দিরপাড় এলাকার রানীর দীঘির পাড়ে কলেজের উচ্চমাধ্যমিক শাখার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই কিশোর গ্যাংয়ের সদস্য।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদ হোসেনের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা-কাটাকাটি হয়। সিফাত একপর্যায়ে তাহফিদকে মারধর করেন এবং জিসানকে হুমকি দেন। পরে উভয় পক্ষই নিজেদের সঙ্গীদের খবর দিলে দুপুরের দিকে কলেজের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় একজনের হাতে আগ্নেয়াস্ত্র ও কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত চারজন- মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে রবিবার সন্ধ্যায় ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একজন তরুণ হাতে ধারালো রামদা নিয়ে অন্যদের ধাওয়া করছেন। ভিডিওতে আরেক তরুণের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।
এ ব্যাপারে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, “যারা সংঘর্ষে জড়িয়েছে, তারা কিশোর গ্যাং বলে জানা গেছে। তদন্ত কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সংঘর্ষে জড়িতরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক বলেন, “যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”