বিয়ের পোস্টে আলোচনায় মাহিয়া মাহি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২:৩৫, ১৯ অক্টোবর ২০২৫

চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন নিয়ে গত দেড় বছর ধরে বিনোদন অঙ্গনে চলছিল নানা জল্পনা-কল্পনা। স্বামী রাকিব সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ইঙ্গিত—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
তবে এবার সব গুঞ্জনের অবসান ঘটালেন মাহি। শনিবার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফের বিয়ের পোস্ট দিয়ে তিনি যেন নতুন করে শুরু করার বার্তা দিলেন ভক্তদের। পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় তার কমেন্ট বক্স।
একজন নেটিজেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন প্রিয়ভাই ও প্রিয়ভাইয়ের সহধর্মিণী। সৃষ্টিকর্তা আপনাদের সুখে রাখুন।’ আরেকজন মন্তব্য করেন, ‘রাকিব সরকার ভাই ও মাহি ভাবির জন্য দোয়া রইল।’
এর মধ্য দিয়ে মাহি যেন ইঙ্গিত দিয়েছেন—রাকিব সরকারের সঙ্গে সম্পর্কের যে ভাঙনের গুঞ্জন ছড়িয়েছিল, সেটি শেষমেশ স্থায়ী কিছু নয়। বরং মাহির ভাষায়, ‘ওটা ছিল এক মুহূর্তের রাগের বহিঃপ্রকাশ।’
প্রসঙ্গত, মাহিয়া মাহি প্রথম বিয়ে করেছিলেন ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। পাঁচ বছর পর সেই সংসারের ইতি টেনে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। বছর দেড়েক আগে তিনি রাকিবের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেও, এবার যেন নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিনোদন অঙ্গনের অনেকেই বলছেন, মাহির এই ‘নতুন অধ্যায়’-এর ঘোষণা তার ব্যক্তিজীবনের পাশাপাশি ভক্তদেরও আনন্দ দিয়েছে।