মিরপুরে দিনে-দুপুরে লুট ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫৭, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:০০, ১৯ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের মাজার রোডে দিনেদুপুরে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনা। পার্টসব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর বাসায় বেলা ১১টার দিকে ঢুকে সশস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা। এ ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, হতভম্ব পরিবারটির সদস্যরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রবিবার সকালে তিনজন মুখোশধারী যুবক কলিংবেল চাপলে গৃহকর্ত্রী দরজা খোলেন। মুহূর্তের মধ্যে আরও দুজন যোগ দেয় এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। তারা গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে আলমারি ভেঙে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ব্যবসার মূলধন হিসেবে রাখা ৩২ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
গৃহকর্ত্রীর অভিযোগ, এ চক্রের সঙ্গে স্থানীয় এক ইন্টারনেট কোম্পানির কর্মচারীও জড়িত থাকতে পারে।
এ সময় ডাকাতরা শারীরিকভাবে নির্যাতনও চালায় বলে জানা গেছে।
ঘটনার পরপরই দারুস সালাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা যায়, সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কয়েকজন যুবক ব্যাগ হাতে দ্রুত বেরিয়ে যাচ্ছেন।
দারুস সালাম থানার ওসি রকিব উল হোসেন সমাজকালকে বলেন, “অপরাধীদের শনাক্তে কাজ চলছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন দিনে-দুপুরে সংঘবদ্ধ ডাকাতি এলাকায় নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়িয়েছে।