সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জার্মান প্রতিনিধি দল

শহিদুল ইসলাম, উখিয়া-টেকনাফ 

প্রকাশ: ২১:৩০, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৩, ১৯ অক্টোবর ২০২৫

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জার্মান প্রতিনিধি দল

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জার্মান প্রতিনিধি দলের সদস্যরা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জার্মান ফেডারেল একাডেমি ফর সিকিউরিটি পলিসি এবং জার্মান সরকারের বিভিন্ন সংস্থার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রায় ৩০ সদস্যের এই প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখে।

দলটির নেতৃত্ব দেন জার্মান ফেডারেল অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. এলিক বাউমান। প্রতিনিধি দলে আরও ছিলেন জার্মান অর্থনীতি ও জলবায়ু মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তথ্য নিরাপত্তা অধিদপ্তরসহ আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠান সিমেন্স, এয়ারবাস, বায়ার এজি, কেএফডব্লিউ ব্যাংক গ্রুপ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা। সঙ্গে ছিলেন জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও ঢাকায় জার্মান দূতাবাসের প্রতিনিধিরাও।

পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-৪ এর ব্লক-এ/১ সংলগ্ন নিবন্ধন কেন্দ্র ঘুরে দেখে। সেখানে তারা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া, নতুন আসা শরণার্থীদের গ্রহণ এবং সেবাদান কার্যক্রম পর্যবেক্ষণ করে।

এরপর প্রতিনিধি দলের সদস্যরা “সেফ প্লাস টু” প্রকল্প এবং এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) বিতরণ কেন্দ্র পরিদর্শন করে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে রোহিঙ্গাদের অংশগ্রহণ ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

দুপুরের বিরতির পর প্রতিনিধি দল ক্যাম্প-৪ (এক্স)-এর সিআইসি অফিস, জীবিকায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং আশ্রয় ও স্থাপনা পরিকল্পনা ইউনিট পরিদর্শন করে। সেখানে তারা রোহিঙ্গাদের জন্য নির্মিত আধুনিক আশ্রয়কেন্দ্র, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান, স্থায়িত্ব ও কার্যকারিতা সম্পর্কে সরেজমিন ধারণা নেয়।

বেলা সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করে। এ সময় ইউএনএইচসিআর, সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে চলমান বিভিন্ন মানবিক কার্যক্রম, বিশেষ করে নিরাপত্তা, পরিবেশ ও জীবিকায়ন খাতে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন। তারা বলেন, জার্মানি মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন