সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি

ইরানে ‘মোসাদ এজেন্টের’ মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২২:৫২, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫০, ১৯ অক্টোবর ২০২৫

ইরানে ‘মোসাদ এজেন্টের’ মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষীসাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রবিবার (১৯ অক্টোবর) ইরানের বিচার বিভাগ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘মিজান’-এ এক প্রসিকিউটর এই তথ্য নিশ্চিত করেন।

মধ্য ইরানের কোম প্রদেশের বিচার বিভাগের কর্মকর্তা কাজেম মুসাভি জানান, অভিযুক্ত ব্যক্তি মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। তিনি ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং ইরানের গুরুত্বপূর্ণ সাইবার ও নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য বিদেশে পাঠাতে শুরু করেন।

মুসাভির বরাত দিয়ে মিজান জানিয়েছে, ওই ব্যক্তি ব্যক্তিগত ও পেশাগত স্বার্থে ‘জায়নবাদী শাসকগোষ্ঠীর’ সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং ইসরায়েলের হয়ে তথ্য সরবরাহে নিয়োজিত ছিলেন। তবে ইরানের গোয়েন্দা সংস্থা ও বিচার বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়ে তার পরিচয় শনাক্ত করে এবং সংবেদনশীল তথ্য ফাঁসের আগে তাকে আটক করে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত মাসেও ইরান একই ধরনের অভিযোগে আরেকজনকে মৃত্যুদণ্ড দেয়, যিনি মোসাদের হয়ে কাজ করছিলেন বলে দাবি করা হয়। 

ইরান দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখে আসছে। দেশটি অভিযোগ করে আসছে যে, মোসাদ নিয়মিতভাবে ইরানের ভেতরে গুপ্তচরবৃত্তি ও ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত রয়েছে—বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন