রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৫

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১০:৪৮, ১৯ অক্টোবর ২০২৫

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও চারজন পুরুষ। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাও পাওলো থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পারনামবুকোর সড়ক ধরে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যান। এরপর বাসটি সড়কের পাশে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুকাময় বাঁধে আঘাত করে উল্টে যায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত অর্ধেকের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কতজন আহত হয়েছেন সে সংখ্যা এখনও জানানো হয়নি।

ফেডারেল হাইওয়ে পুলিশ বলেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। সড়কের নকশা, দৃশ্যমানতা ও চালকের আচরণসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ব্রাজিলে সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। বিশেষ করে গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলের সড়কগুলোতে যানবাহনের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন