রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

প্যারিসের ল্যুভর জাদুঘরে চাঞ্চল্যকর ডাকাতি নিরাপত্তা জোরদারে

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৭:২৬, ১৯ অক্টোবর ২০২৫

প্যারিসের ল্যুভর জাদুঘরে চাঞ্চল্যকর ডাকাতি নিরাপত্তা জোরদারে

ছবি: দিমিতর ডিলকফ/এএফপি

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে রবিবার সকালে এক নাটকীয় ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই কর্তৃপক্ষ জাদুঘরটি দিনভর বন্ধ ঘোষণা করেছে।

ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) পোস্ট করে জানান, “রবিবার সকালে ল্যুভর জাদুঘরে একটি ‘হোল্ড-আপ’ বা সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে।”

তিনি আরও জানান, “কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি, জাদুঘর কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি।”

ফরাসি সংবাদ সংস্থা এএফপি (AFP) জানায়, সকালে জাদুঘর খোলার সময় অন্তত একজন ব্যক্তি ভেতরে প্রবেশ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নিরাপত্তাজনিত কারণে দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়। তবে ঠিক কী চুরি হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ল্যুভর কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, একটা অস্বাভাবিক ঘটনার কারণে আজকের দিনটি বন্ধ রাখা হবে।”

তবে জাদুঘর কর্তৃপক্ষ বা পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, কোন মূল্যবান শিল্পকর্ম হারিয়েছে কি না।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ল্যুভর—যেখানে সংরক্ষিত রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্র ‘মোনা লিসা’ সহ হাজারো ঐতিহাসিক শিল্পকর্ম। এই ঘটনায় ফ্রান্সের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন