রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশ: ১৯:২৩, ১৯ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া এলাকার ঘুঘুরহাট-নাগেশ্বরী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে পুলিশ ৭৫ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি গ্রামের মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) এবং নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল গ্রামের মৃত সমসের আলীর ছেলে সফিকুল ইসলাম (৫০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালায়। ঘটনাস্থল থেকে মাদকবাহী সিএনজি আটক করে চালকসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই মাদক কারবারের প্রবণতা বাড়ছে। প্রশাসনের ধারাবাহিক অভিযানে কিছুটা নিয়ন্ত্রণ এলেও নতুন চক্র সক্রিয় হচ্ছে। পুলিশ জানিয়েছে, এসব চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন