বাংলাদেশ ফুটবল লীগ
মোহামেডান ড্র, হারল আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১:৩১, ১৯ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
টানা ২২ দিন পর রবিবার (১৯ অক্টোবর) আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ ফুটবল লীগ। কিন্তু প্রথম দিনের খেলাতেই হতাশ করেছে মোহামেডান ও আবাহনী।
বাংলাদেশ ফুটবল লিগে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী। গাজীপুরে মোহামেডান পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আর আবাহনী ১-২ গোলে হেরে গেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। এর ফলে প্রথম রাউন্ডে যথাক্রমে ফর্টিস এফসির কাছে হেরে ও রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো দল দুটি দ্বিতীয় ম্যাচেও জয়শূন্য থাকল।
মোহামেডান ১–১ পুলিশ এফসি:
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ১৯তম মিনিটে মোহাম্মদ রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় আলফাজ আহমেদের দল। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে শেখ বাবলুর গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। শেষে ১-১ গোলে ড্র হয় খেলা।
আবাহনী ১–২ ব্রাদার্স ইউনিয়ন:
কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে প্রথমার্ধেই চমকে দেয় ব্রাদার্স। চতুর্থ মিনিটে জামাল ভূঁইয়ার পাস থেকে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তার গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান মার্কোস। ইনজুরি সময়ে মালির সোলেমান দিয়াবাতে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেননি। আবাহনীতে এটিই দিয়াবাতের প্রথম গোল, তবে তা সান্ত্বনার চেয়ে বেশি কিছু হতে পারেনি।
দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনসকে।
দলগত চিত্র:
দুই ম্যাচ শেষে রহমতগঞ্জ ও পুলিশ এফসি ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছে। মোহামেডান ও আবাহনী- দুই দলেরই সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।