রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

আফগানিস্তান ইস্যুতে আইসিসিকে পক্ষপাতদুষ্ট বলল পাকিস্তান

রশিদের প্রতিক্রিয়া, সিরিজ থেকে সরে দাঁড়ালো আফগান দল

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৫:২৮, ১৯ অক্টোবর ২০২৫

রশিদের প্রতিক্রিয়া, সিরিজ থেকে সরে দাঁড়ালো আফগান দল

আফগানিস্তানের তিন ক্রিকেটার বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া বিবৃতিকে কঠোর ভাষায় সমালোচনা করেছে পাকিস্তান সরকার। তাদের দাবি—আইসিসি কোনো স্বাধীন তদন্ত ছাড়াই একতরফাভাবে এই ঘটনাকে সত্য হিসেবে উপস্থাপন করেছে, যা আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের প্রমাণ।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার শনিবার এক্স-এ পোস্ট করা বিবৃতিতে বলেন, ‘আইসিসি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্যে পরিণত করেছে। তারা যে তিন আফগান ক্রিকেটার বিমান হামলায় নিহত হয়েছেন, সেই দাবির পক্ষে কোনো স্বাধীন যাচাই বা প্রমাণ উপস্থাপন করেনি।’

তিনি আরও বলেন, ‘আইসিসি যেন রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত হয়ে তড়িঘড়ি করে মন্তব্য না করে। আমরা এই ধরনের বাছাইকৃত ও অকাল মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার খবর দিয়ে বিবৃতি দেয়, যা আইসিসি দ্রুতই নিন্দা জানায়। এরপর এসিবি আবারও আইসিসির বিবৃতিকে স্বাগত জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

পাকিস্তান মনে করছে, পুরো ঘটনাটি সাজানো ধারার—যেখানে প্রথমে আইসিসি, এরপর তার চেয়ারম্যান জয় শাহ এবং তারপর এসিবি—একই সুরে বক্তব্য দিয়েছে। ইসলামাবাদের দাবি, এটি একধরনের সমন্বিত প্রচারণা, যার লক্ষ্য পাকিস্তানকে দায়ী করা।

এদিকে, এই ঘটনার পরই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। আফগান ক্রিকেট অধিনায়ক রশিদ খান এক্স-এর বায়ো থেকে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্সের নাম সরিয়ে দিয়েছেন। তাঁর বায়োতে এখন শুধুই আইপিএলের গুজরাট টাইটানস ও বিগ ব্যাশের অ্যাডিলেড স্ট্রাইকার্সের নাম রয়েছে।

রশিদ শুক্রবার রাতে এক পোস্টে লিখেছিলেন, ‘আমাদের জাতীয় মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি।’

একই রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দেয়। এর মাধ্যমে ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে কূটনৈতিক সম্পর্কেও উত্তাপ বাড়ছে।
 

আরও পড়ুন