৭ মাস পর মাঠে ফিরেই শূন্য রানে কোহলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৩২, ১৯ অক্টোবর ২০২৫

মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বলটি খেলতে গিয়েই বিপদ ডেকে আনলেন বিরাট কোহলি। শরীর থেকে অনেক দূরের বলটিতে ব্যাট ছোঁয়াতে গিয়ে পয়েন্টে দাঁড়িয়ে থাকা কুপার কনোলির হাতে দুর্দান্ত ক্যাচ তুলে দেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। আউট হয়ে মাথা নিচু করে ড্রেসিংরুমে ফেরেন তিনি—ভারতীয় ক্রিকেটে এক হতাশার দৃশ্য।
সাত মাস পর ভারতের জার্সিতে মাঠে নেমে পেলেন ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ‘ডাক’ বা শূন্য রানের স্বাদ। মার্চের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর এটিই কোহলির প্রথম ম্যাচ। দীর্ঘ বিরতির পর দেশে ফেরাটা ছিল বিশেষ এক মুহূর্ত, কিন্তু ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের জন্য দিনটি রইল হতাশার।
৮ বল খেলে শূন্য রানে ফিরেছেন কোহলি। এর আগে এত বল খেলে শূন্য রানে ফেরার ঘটনা ঘটেছিল একবারই—২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ৯ বলে শূন্য করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে এই ম্যাচ দিয়েই ভারতের ওয়ানডে দলের নতুন যুগের সূচনা হয়েছে। অধিনায়ক হিসেবে শুভমান গিলের যাত্রা শুরু এখান থেকেই। কিন্তু অভিষেক অধিনায়কত্বের দিনটিও সুখকর হলো না। ন্যাথান এলিসের অফ স্টাম্পের বাইরের বলটি অযথা খেলতে গিয়ে ১৮ বলে মাত্র ১০ রান করেই ফেরেন সাজঘরে।
রোহিত শর্মার অবস্থা আরও হতাশাজনক। চ্যাম্পিয়নস ট্রফির পর এটিই তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নেতৃত্ব হারিয়ে দীর্ঘদিন নিজের ফিটনেসে কাজ করেছেন, প্রায় ১০ কেজি ওজন কমিয়েও ব্যাট হাতে পাননি সাফল্য। জশ হ্যাইজলউডের অতিরিক্ত বাউন্সে স্লিপে ধরা পড়ে ১৪ বলে ৮ রানেই বিদায় নেন ৩৮ বছর বয়সী এই ওপেনার।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪৯ ওভারে। ১২তম ওভারেই ভারতের স্কোরবোর্ডে ৩৭ রানে তিন উইকেট নেই—বিপর্যয়ের মুখে পড়ে দলটি। নতুন অধ্যায়ের সূচনাটা তাই হয়ে রইল হতাশার আবহে।