শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

রোহিত শর্মাকে নিয়ে প্রভিন আমরে ,এখনও সক্ষম 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৫০, ১৮ অক্টোবর ২০২৫

রোহিত শর্মাকে নিয়ে প্রভিন আমরে ,এখনও সক্ষম 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ভারতীয় দলের সাবেক ব্যাটার প্রভিন আমরে জানিয়েছেন, রোহিত শর্মাকে তার স্বাভাবিক খেলায় ফেরার সুযোগ দিতে হবে। তিনি বলেন, “রোহিত এখনও সেই ম্যাচজয়ী ব্যাটার হতে পুরোপুরি সক্ষম।”

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এটি রোহিত শর্মার প্রথম আন্তর্জাতিক সিরিজ। আগামীকাল ১৯ অক্টোবর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ, যেখানে সাবেক অধিনায়ক রোহিত আবার ফিরছেন নীল জার্সিতে।

আমরে রেভস্পোর্টজকে বলেন, “সে এই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। তাকে তার মতো করে খেলতে দিতে হবে। টিম ম্যানেজমেন্টেরও উচিত তাকে সেই জায়গাটা দেওয়া, যাতে সে নিজের ব্যাটিং উপভোগ করতে পারে। যখন সে উপভোগ করে, তখনই সে দলের আসল ম্যাচ-উইনার হয়ে ওঠে। এখন তার কাঁধে অধিনায়কত্বের ভারও নেই, তাই আমরা চাই আগের সেই ভয়ডরহীন রোহিতকে। আমি বিশ্বাস করি, সে এখনও পুরো সক্ষম।”

প্রভিন আমরে জানান, তিনি সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে রোহিতের অনুশীলন দেখেছেন। “আমি ওকে বলেছিলাম, ফিট দেহ মানে ফিট মন। গত ছয় মাসে সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। কঠোর পরিশ্রম করছে আবার আগের রিদম ফিরে পেতে,” যোগ করেন আমরে।

এখন রোহিতের বয়স ৩৮। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাইলে সেটি হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। “এক এক করে সিরিজগুলো নিক, উপভোগ করুক তার খেলা—এই মুহূর্তে কিছু প্রমাণ করার দরকার নেই তার,” বলেন আমরে।

শেষে তিনি বলেন, “গত ১০ বছরে সে সবকিছু দেখেছে। তাই আমার মনে হয় না, কোনো কিছু নিয়ে রোহিতের এখন চিন্তা আছে।”

আরও পড়ুন