মিরপুরের কালো পিচ নিয়ে স্যামি বললেন, ‘এমন আগে দেখিনি’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৫৩, ১৭ অক্টোবর ২০২৫

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচে এসেছে নতুন রূপ। সাবেক প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ের পর বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট প্রধান টনি হেমিং পিচে এনেছেন এক নতুন মাত্রা। মিরপুরের উইকেট আগে থেকেই কিছুটা কালচে হলেও এবারের চেহারা নাকি অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা।
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি বাংলাদেশে ক্রিকেট খেলতে এসেছেন বহুবার—জাতীয় দল আর বিপিএল, দুই ভূমিকাতেই। কিন্তু এবারের মতো পিচ তিনি আগে কখনও দেখেননি বলেই জানালেন।
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে স্যামি বলেন,“অধিনায়ক (শেই হোপ) এখনও উইকেট দেখেনি, তবে আমি দেখেছি। জানি না ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারব কি না… তবে এমন কিছু আগে কখনও দেখিনি। আমরা জানি উপমহাদেশের চ্যালেঞ্জ কেমন, বিশেষ করে ব্যাটারদের জন্য। তবে ছেলেরা ভারত থেকে আসায় এমন কন্ডিশনে মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস করি।”
বাংলাদেশে পৌঁছে বুধবারই স্যামি গিয়েছিলেন মাঠ দেখতে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবারের অনুশীলনের সময় আরও গভীরভাবে উইকেট পর্যবেক্ষণ করেন তিনি।
তবে উইকেটের ‘রঙ’ বা প্রকৃতি নিয়ে খুব একটা চিন্তিত নন এই ক্যারিবিয়ান কোচ।
তিনি বলেন,“জানি না এটাকে কীভাবে বর্ণনা করব। তবে আমরা উইকেটকে মাথায় ঢুকতে দিই না। যেখানে যাই, কন্ডিশনটা দ্রুত বুঝে নেওয়াই আসল বিষয়। তারপর ঠিক করতে হয় কোন স্কিলসেট এখানে কাজে লাগবে, আর নিজের খেলায় কতটা আত্মবিশ্বাস নিয়ে নামা যায়।”
স্যামির আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ফিল সিমন্সও পিচ নিয়ে মত দেন। তিনি,“আমার চেয়ে মিরপুরের উইকেট সম্পর্কে আপনারাই ভালো জানেন। আমার মনে হয়েছে, এটা স্বাভাবিক মিরপুরের উইকেটই—যেখানে সাধারণত কিছুটা টার্ন থাকে, যা ভালো।”
মিরপুরের এই নতুন কালো পিচ তাই আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবচেয়ে আলোচিত উপাদান হতে যাচ্ছে।