শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

‘পুনরাবৃত্তি!’- হাসনাত আব্দুল্লাহ’র স্ট্যাটাস 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:২৭, ১৮ অক্টোবর ২০২৫

‘পুনরাবৃত্তি!’- হাসনাত আব্দুল্লাহ’র স্ট্যাটাস 

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়া ও সনদে স্বাক্ষর না করা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের প্রতিক্রিয়া প্রকাশ অব্যহত রয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়ে আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর পযন্ত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে নানা ধরণের মন্তব্য করেছেন। এর মধ্যে তাদের মুল বক্তব্য ছিল সনদের সংশোধন। কিন্তু সেটি না হওয়ায় দলটি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি ও সনদে স্বাক্ষর করেনি। 

সর্বশেষ শনিবার (১৮ অক্টোবর) দুপুর পোনে ১টার দিকে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি শেষ লাইনে লিখেছেন- ‘পুনরাবৃত্তি!’।

ইংরেজিতে লেখা স্ট্যাটাসে হাসনাত বলেন, ”রক্ত দিতে হলে আমরা সামনে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর কোথাও দেখা যায় না। পুনরাবৃত্তি!”

স্ট্যাটাসে দুটি ছবিও পোস্ট করেন এনসিপির এই নেতা। এর মধ্যে একটি হলো- গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে ফিরলে ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের স্বাগত জানানোর ছবি। ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে অবতরণের পর ড.মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান সে সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, উমামা ফাতেমাসহ অনেককে দেখা যাচ্ছে।

অন্যটি শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি ছবি। প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক দলের নেতাদের দেখা যাচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন