শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫৭, ১৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ

চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ভারী যানবাহনের প্রবেশ ফি হঠাৎ বাড়িয়ে ৫৭ টাকা থেকে ২৩০ টাকা করায় বিক্ষুব্ধ হয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রেইলার চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। ব্যক্তি মালিকানাধীন এসব গাড়ি দেশের বিভিন্ন আন্তঃজেলা রুটে পণ্য পরিবহন করে থাকে। তবে বেসরকারি ডিপো বা অফডকের ট্রেইলার আপাতত চলাচল করছে।

আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরী বলেন, “৫৭ টাকার পাস এক লাফে ২৩০ টাকা করা হয়েছে। গেটের দায়িত্বপ্রাপ্তরা আবার নাস্তাপানির খরচ হিসেবে অতিরিক্ত টাকা নিচ্ছেন। সব মিলিয়ে একেক গাড়ির পাস নিতে প্রায় ৩০০ টাকা গুনতে হচ্ছে। এতে মালিকরা ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন।”

পরিবহন বন্ধ কতদিন চলবে—জানতে চাইলে তিনি বলেন, “আগামীকাল রবিবার বন্দর চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের বৈঠক আছে। আলোচনার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডা-এর সচিব রুহুল আমিন সিকদার জানান, “ডিপোর ট্রেইলারগুলো মূলত বন্দর থেকে কনটেইনার আনা-নেওয়া করে। এখন প্রাইম মুভার মালিকদের ট্রেইলার না চলায় ডিপোর কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এতে রপ্তানি-আমদানি শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

বন্দর ব্যবহারকারীরা জানান, আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ থাকলে শিগগিরই চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি হতে পারে। তারা বলছেন, ফি বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে আলোচনায় বসে দ্রুত সমাধান না হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব পড়বে।

আরও পড়ুন