শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩০, ১৮ অক্টোবর ২০২৫

কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় তুচ্ছ ঘটনায় তর্কের জেরে ভাঙ্গা কাঁচ দিয়ে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।

নিহত মো. সারওয়ার একই এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ইলিয়াছ খান বলেন, শনিবার দুপুরে কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায়েএকটি নির্মাণধীন ভবনে এক সাথে কাজ করছিলেন মো. সারওয়ার ও তার মামাতো ভাই মো. রায়হান। এক পর্যায়ে কাজের বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য হয়। এ নিয়ে তারা পরস্পর তর্কে জড়িয়ে পড়ে। পরে উভয়ে হাতাহাতিতে পরিণত হয় বিষয়টি।

ঘটনার এক পর্যায়ে মো. রায়হান একটি ভাঙ্গা কাঁচ দিয়ে মো. সারওয়ারের পেটে আঘাত করে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক যুবক পলাতক রয়েছে। “
ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

ইলিয়াছ খান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

আরও পড়ুন