রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

১৬ হাজার কর্মী ছাঁটাই করছে নেসলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:২৭, ১৮ অক্টোবর ২০২৫

১৬ হাজার কর্মী ছাঁটাই করছে নেসলে

বিশ্বের সবচেয়ে বড় প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে) আগামী দুই বছরের মধ্যে ১৬ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ নাভরাটিল এ ঘোষণা দেন।

নাভরাটিল বলেন, বিক্রির পরিমাণ বাড়ানো ও উৎপাদন দক্ষতা বৃদ্ধি করতে এই পুনর্গঠন প্রয়োজন হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ছাঁটাইয়ের মধ্যে ১২ হাজার হোয়াইট কলার কর্মী এবং উৎপাদন ও সরবরাহ চেইনে আরও ৪ হাজার কর্মী অন্তর্ভুক্ত থাকবেন। বর্তমানে নেসলের বিশ্বব্যাপী কর্মীসংখ্যা প্রায় ২ লাখ ৭৭ হাজার।

নেসলের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বড় অস্থিরতা দেখা দিয়েছে। গত সেপ্টেম্বরেই অনৈতিক সম্পর্কের অভিযোগে সাবেক সিইও লরেন্ট ফ্রেক্স বরখাস্ত হন। এরপর কোম্পানির চেয়ারম্যান পল বুলকে আগেভাগে পদত্যাগ করে দায়িত্ব ছাড়েন। তার স্থলাভিষিক্ত হন স্প্যানিশ ফ্যাশন জায়ান্ট ইন্ডিটেক্সের সাবেক প্রধান পাবলো ইসলা।

তৃতীয় প্রান্তিকে নেসলের বিক্রিতে ১.৫ শতাংশ অভ্যন্তরীণ প্রবৃদ্ধি দেখা গেছে, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ০.৩ শতাংশের চেয়ে অনেক বেশি। কফি ও কনফেকশনারি পণ্যে মূল্যবৃদ্ধি এই ইতিবাচক প্রবণতার মূল কারণ বলে জানানো হয়েছে।

নেসলে ‘কিটক্যাট’ চকলেট, ‘নেসপ্রেসো’ কফি এবং ‘ম্যাগি’ সিজনিংসহ বহু জনপ্রিয় পণ্যের নির্মাতা। সাম্প্রতিক বছরগুলোতে কাঁচামালের দাম ও ঋণস্তর বেড়ে যাওয়ায়

কোম্পানির শেয়ারমূল্যে বড় ধস নেমেছে। বিনিয়োগকারীদের চাপের মুখে নতুন সিইও নাভরাটিল এখন দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো ও বিক্রির গতি পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়েছেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে স্থায়ী বৃদ্ধি ও উদ্ভাবনের মাধ্যমে নেসলেকে নতুনভাবে এগিয়ে নেওয়া। এজন্য কাঠামোগত পরিবর্তন অপরিহার্য।”সূত্র: ম্যানিলা টাইমস

আরও পড়ুন