রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

৭ ঘণ্টা পর সচল উড়োজাহাজ চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:১২, ১৮ অক্টোবর ২০২৫

৭ ঘণ্টা পর সচল উড়োজাহাজ চলাচল

সাত ঘণ্টা তৎপরতার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুন। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামাও স্বাভাবিক করা হয়েছে। রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে।

আজ দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বিমানবন্দরের কার্গো ভিলেজে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে বিকেল থেকে রাত পর্যন্ত বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে সেখানে আমদানি করা পণ্য রাখা ছিল। আগুনের কারণে পণ্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিহত না হলেও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করতে। যাত্রীদের নিরাপত্তা ও বিমান চলাচলের স্বাভাবিকতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

আগুন নেভাতে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, বিজিবির দুই প্লাটুন ও আনসার বাহিনী একযোগে কাজ করে। দূর থেকে ধোঁয়ার কালো স্তম্ভ দেখা যায়, ফলে জনসমাগম বেড়ে গেলে মাইকিং করে সবাইকে সরে যেতে অনুরোধ জানানো হয়।

অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন