সাক্রামেন্টো হাইওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, পূর্বমুখী লেন বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৫৪, ৭ অক্টোবর ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজধানী সাক্রামেন্টোতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় হাইওয়ে ৫০-এর পূর্বমুখী লেন বন্ধ হয়ে গেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার কিছু পরেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তা মাইক কারিলো।
ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি চিকিৎসা-সেবায় ব্যবহৃত হেলিকপ্টার রাস্তার মাঝখানে বিধ্বস্ত হয়ে পড়ে আছে এবং তার ঠিক পেছনে যানবাহনের দীর্ঘ সারি। দুর্ঘটনাটি ঘটার পরপরই হাইওয়ে পুলিশের পাশাপাশি জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
তবে ঠিক কতজন যাত্রী হেলিকপ্টারটিতে ছিলেন কিংবা কেউ আহত বা নিহত হয়েছেন কিনা—তা এখনো নিশ্চিত করা যায়নি। মাইক কারিলো জানিয়েছেন, “দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। একাধিক সংস্থা যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।”
তিনি আরও বলেন, “আমরা এলাকাবাসী ও চালকদের অনুরোধ করছি যেন তারা এই রাস্তাটি আপাতত এড়িয়ে চলেন এবং বিকল্প পথ ব্যবহার করেন, যাতে উদ্ধারকর্মীরা নিরাপদে কাজ করতে পারেন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি একটি মেডিকেল পরিবহন সংস্থার হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনাস্থলে রাত পর্যন্ত টহল ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চলেছে। সূত্র: আরব নিউজ