নিউইয়র্কের লা গার্ডিয়ায় মুখোমুখি সংঘর্ষে দুই ডেল্টা এয়ারলাইন্সের
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৩:৪১, ২ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের দুটি বাণিজ্যিক বিমান ট্যাক্সিং চলাকালে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫৬ মিনিটে সংঘটিত এ ঘটনায় একটি বিমানের ডানার অংশ ছিঁড়ে যায় এবং ককপিটের উইন্ডশিল্ডেও আঘাত লাগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়েতে জরুরি সেবার গাড়ির ঝলমলে আলো এবং ক্ষতিগ্রস্ত বিমানের ডানায় স্পষ্ট ফাটল। এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিও অনুযায়ী, একটি বিমানের নোজ অপর বিমানের ডানার সঙ্গে ধাক্কা খায় যখন উভয়ই রানওয়েতে চলাচল করছিল।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। তবে এখনো ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। সিবিএস নিউজ জানিয়েছে, সংঘর্ষে জড়িত বিমানের একটি—ফ্লাইট ডিএল৫০৪৭—নর্থ ক্যারোলিনার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসেছিল। নিউইয়র্কে অবতরণের পরই ট্যাক্সিং চলাকালে আরেকটি আঞ্চলিক বিমানের সঙ্গে এর সংঘর্ষ ঘটে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সাম্প্রতিক মাসগুলোতে লা গার্ডিয়া বিমানবন্দরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চে একটি ডেল্টা বিমানের ডানা অবতরণের সময় রানওয়েতে আঘাত হানে, যার ফলে জরুরি অবতরণ করতে হয় এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্ত শুরু করে।
এই নতুন দুর্ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আরও প্রশ্ন তুলেছে এবং যাত্রী ও বিশেষজ্ঞদের মধ্যে শঙ্কা বাড়িয়েছে।