২৫ ডলারে ভিনটেজ উড়োজাহাজ!
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২০:৩০, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৪৪, ২ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং রাজ্যের বিগ হর্ন কাউন্টিতে শুরু হয়েছে এক অনন্য নিলাম, যেখানে ভিনটেজ সামরিক ও বাণিজ্যিক উড়োজাহাজ তোলা হয়েছে সর্বসাধারণের জন্য। অবাক করার মতো বিষয় হলো, মাত্র ২৫ ডলার দিয়েই অংশ নেওয়া যাচ্ছে এই নিলামে।
নিলামের তালিকায় রয়েছে একসময় আকাশ দাপিয়ে বেড়ানো বোয়িং কেসি-৯৭ স্ট্যাটোফ্রেইটার ট্যাংকার এবং মাত্র ১৫০ ডলারে পাওয়া যেতে পারে ফেয়ারচাইল্ড সি-১১৯বি মিলিটারি ট্রান্সপোর্ট বিমান।
বিগ হর্ন কাউন্টি বিমানবন্দরের বোনিয়াডে থাকা ১৬টি উড়োজাহাজ নিলামে তোলা হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক পল থার জানান, এগুলোর সবকটির অবস্থা এক নয়—কিছু মোটামুটি অক্ষত আছে, আবার কিছুতে শুধু ফিউজেলাজ রয়েছে, পাখা বা স্ট্যাবিলাইজার খুলে ফেলা হয়েছে।
আদালতের রায়ে কাউন্টি কর্তৃপক্ষ এগুলো বিক্রির অনুমতি পায়, কারণ মালিক লিজের ভাড়া পরিশোধ না করে উড়োজাহাজগুলো সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
নিলাম তালিকায় শুধু উড়োজাহাজই নয়, রয়েছে আরও কিছু দুষ্প্রাপ্য সংগ্রহযোগ্য জিনিস—যেমন একটি ১৯৫০ সালের ক্যাটি ডি-৬ বুলডোজার, একটি এমারসন কার্গো লোডার ও একটি স্ক্র্যাপার। তবে বিশেষ আকর্ষণ হিসেবে আকাশযানগুলোই সবার নজর কাড়ছে। অনেক সংগ্রাহক ও মিউজিয়াম কর্তৃপক্ষ আগ্রহ দেখাচ্ছেন এগুলো কেনার ব্যাপারে। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, উড়োজাহাজগুলোকে আবার আকাশে ওড়াতে হলে লাখ লাখ ডলার বিনিয়োগ করতে হবে।
বাজেট কম হলেও হতাশ হওয়ার কিছু নেই। কেউ চাইলে শুধু কোনো অংশ কিনতেও পারবেন। যেমন—বোইং কেসি-৯৭-এর ককপিট বাড়ির লিভিং রুমে সাজাতে চাইলে নিলামে শুরু দাম মাত্র ১০০ ডলার।
তবে স্থানীয় গ্রেবুল শহরের বাসিন্দা ও পর্যটকরা কিছুটা উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, নিলামের মাধ্যমে বিমানবন্দরের ঐতিহাসিক নিদর্শনগুলো হারিয়ে যেতে পারে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মোট উড়োজাহাজের অর্ধেক বিক্রি হলেও বাকিগুলো বিঅ্যান্ডজি ইন্ডাস্ট্রিজ নামের একটি মেরামত কোম্পানির তত্ত্বাবধানে সংরক্ষিত থাকবে।
ঐতিহাসিক এই নিলাম স্থানীয় ইতিহাসপ্রেমী, এভিয়েশন সংগ্রাহক এবং পর্যটকদের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। আকাশযানের ইতিহাস ঘরে সাজাতে চাইলে এটি হতে পারে জীবনের সবচেয়ে ব্যতিক্রমী অভিজ্ঞতা।
সূত্র : ডেইলি মেইল