বিমানবন্দরে ট্রানজিটকালে জন্ম নিল শিশু
ভারতীয় দূতাবাসের সহায়তায় মা ও নবজাতকের নিরাপদ প্রত্যাবর্তন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:২৫, ৪ অক্টোবর ২০২৫

ছবি : ইনস্ট্রাগ্রাম
কাতারের রাজধানী দোহায় ট্রানজিট অবস্থায় এক ভারতীয় নারী সন্তান প্রসব করেছেন। দেশটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপ্রত্যাশিত এ ঘটনায় মানবিক সহায়তায় এগিয়ে আসে ভারতীয় দূতাবাসসহ স্থানীয় প্রবাসী সংগঠনগুলো। পরবর্তীতে মা ও নবজাতককে নিরাপদে ভারতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দোহাস্থ ভারতীয় দূতাবাস।
দূতাবাসের ওয়েবসাইট ও খালিজ টাইমসে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
দূতাবাস সূত্রে জানা যায়, ওই নারী ভারতে ফেরার পথে কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন। এ সময় তার প্রসব বেদনা ওঠে এবং বিমানবন্দরেই নবজাতকের জন্ম হয়। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন এবং নিরাপদে ভারতে ফিরেছেন।”
এই উদ্ধার ও প্রত্যাবর্তন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় ভারতীয় প্রবাসী সংগঠন ‘পুনর্জননী কাতার’ ও ‘গুজরাটি সমাজ’। তাদের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ভারতীয় দূতাবাস। দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দূতাবাসের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত থেকে নবজাতক ও মায়ের দেখভালের ব্যবস্থা করেন।
দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরনের মানবিক পরিস্থিতিতে প্রবাসী সম্প্রদায় ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
বিশ্বজুড়ে মাঝপথে সন্তান জন্মদানের ঘটনা নতুন নয়। চলতি বছরের শুরুতেও ওমানের মুসকাট থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে এক থাই নারী সন্তানের জন্ম দেন। বিমানের প্রশিক্ষিত কেবিন ক্রু ও এক সহযাত্রী নার্স তাকে সহায়তা করেন। পরে বিমানটি অগ্রাধিকার ভিত্তিতে অবতরণ করে এবং মা-শিশু দুজনকেই হাসপাতালে নেওয়া হয়।
দোহা বিমানবন্দরের এ ঘটনাও আন্তর্জাতিক মহলে উষ্ণ প্রতিক্রিয়া জাগিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভারতীয় দূতাবাস ও কাতারভিত্তিক সংগঠনগুলোর মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন।