ভারত–চীন সরাসরি ফ্লাইট অক্টোবরেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:৫৯, ২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২২, ২ অক্টোবর ২০২৫

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর আবারও চালু হচ্ছে ভারত–চীন সরাসরি ফ্লাইট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে শীতকালীন সময়সূচি অনুসারে দুই দেশের নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু হবে। এই সিদ্ধান্তকে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গালওয়ান সংঘর্ষ থেকে উড়োজাহাজ চলাচল স্থগিত
২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক তলানিতে পৌঁছায়। একই সময় কোভিড–১৯ মহামারীর কারণে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। সীমিত পুনর্বাসন ফ্লাইট ছাড়া আর কোনো নিয়মিত পরিষেবা আর চালু হয়নি। এর ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হয়।
সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়। দুই নেতা সম্পর্ক পুনর্গঠনের উপায় নিয়ে আলোচনা করেন। এরপরই উড়োজাহাজ পরিষেবা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিষেবা চালু হলে তা ভারত ও চীনের জনগণের পারস্পরিক যোগাযোগ সহজ করবে এবং দ্বিপক্ষীয় বিনিময় স্বাভাবিক করার পথে সহায়ক ভূমিকা রাখবে।
ভারত গত মাসে চীনের নাগরিকদের ভিসা দেওয়া পুনরায় শুরু করেছে। চীন আবারও ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস–মানসরোবর যাত্রায় প্রবেশাধিকার দিয়েছে। এই পদক্ষেপগুলো দুই দেশের পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সরাসরি ফ্লাইট চালু হলে সবচেয়ে উপকৃত হবে শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারগুলো। চীনে পড়াশোনা করা ভারতীয় শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবেন, দুই দেশের বাণিজ্যিক যোগাযোগও গতি পাবে। একই সঙ্গে পারিবারিক সংযোগও আরও সহজ হবে।