বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ভারত–চীন সরাসরি ফ্লাইট অক্টোবরেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:৫৯, ২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২২, ২ অক্টোবর ২০২৫

ভারত–চীন সরাসরি ফ্লাইট অক্টোবরেই

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর আবারও চালু হচ্ছে ভারত–চীন সরাসরি ফ্লাইট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে শীতকালীন সময়সূচি অনুসারে দুই দেশের নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু হবে। এই সিদ্ধান্তকে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গালওয়ান সংঘর্ষ থেকে উড়োজাহাজ চলাচল স্থগিত
২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক তলানিতে পৌঁছায়। একই সময় কোভিড–১৯ মহামারীর কারণে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। সীমিত পুনর্বাসন ফ্লাইট ছাড়া আর কোনো নিয়মিত পরিষেবা আর চালু হয়নি। এর ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হয়।

সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়। দুই নেতা সম্পর্ক পুনর্গঠনের উপায় নিয়ে আলোচনা করেন। এরপরই উড়োজাহাজ পরিষেবা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিষেবা চালু হলে তা ভারত ও চীনের জনগণের পারস্পরিক যোগাযোগ সহজ করবে এবং দ্বিপক্ষীয় বিনিময় স্বাভাবিক করার পথে সহায়ক ভূমিকা রাখবে।

ভারত গত মাসে চীনের নাগরিকদের ভিসা দেওয়া পুনরায় শুরু করেছে। চীন আবারও ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস–মানসরোবর যাত্রায় প্রবেশাধিকার দিয়েছে। এই পদক্ষেপগুলো দুই দেশের পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সরাসরি ফ্লাইট চালু হলে সবচেয়ে উপকৃত হবে শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারগুলো। চীনে পড়াশোনা করা ভারতীয় শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবেন, দুই দেশের বাণিজ্যিক যোগাযোগও গতি পাবে। একই সঙ্গে পারিবারিক সংযোগও আরও সহজ হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু