ড্রোনের কারণে জার্মানির আকাশে অচলাবস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৫৯, ৪ অক্টোবর ২০২৫

ড্রোন আতঙ্কে টানা দ্বিতীয় দিন বন্ধ হয়ে গেছে জার্মানির অন্যতম ব্যস্ততম মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর। শুক্রবার (৩ অক্টোবর) রাতে অজ্ঞাত উৎসের একাধিক ড্রোন দেখা যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান চলাচল বন্ধ করতে বাধ্য হয়। এর ফলে ডজনেরও বেশি ফ্লাইট বাতিল বা অন্যত্র পাঠানো হয় এবং ৬ হাজার ৫০০’র বেশি যাত্রী দুর্ভোগে পড়েন।
টানা দুই দিনে শতাধিক ফ্লাইটে বিঘ্ন
বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ড্রোন শনাক্তের পরপরই বিমান চলাচল সীমিত করা হয়, এরপর পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।
মোট ২৩টি আগত ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠানো হয় এবং ১২টি ফ্লাইট বাতিল করা হয়।
শনিবার সকাল পর্যন্ত আরও ৪৬টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়, ফলে হাজারো যাত্রী রাত কাটাতে বাধ্য হন বিমানবন্দরে।
বিমান সংস্থাগুলোর সহযোগিতায় যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে কম্বল, পানীয়, খাবার এবং অস্থায়ী শয্যার ব্যবস্থা করা হয়।
স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ রানওয়ের কাছে টহল দলের সদস্যরা রাত ১১টার আগে ড্রোন দেখতে পান। ড্রোনগুলো দ্রুত সরে যাওয়ায় সেগুলোর ধরণ, সংখ্যা বা উৎস শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হলেও কোনো দৃশ্যমান সূত্র মেলেনি।
বিল্ড পত্রিকার তথ্যমতে, কিছু ড্রোন কাছাকাছি অবস্থিত জার্মান সেনাবাহিনীর এরডিং বিমানঘাঁটির ওপর দিয়েও উড়তে দেখা গেছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি।
গত কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে অজ্ঞাত ড্রোনের উপস্থিতি উদ্বেগ তৈরি করেছে। ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছে একই কারণে। রোমানিয়া ও এস্তোনিয়া এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যদিও মস্কো এসব অভিযোগ অস্বীকার করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে শনিবার সকাল ৫টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হবে। এর আগে বৃহস্পতিবার প্রথমবার ড্রোন দেখা যাওয়ার ঘটনায় ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় ৩ হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিলেন।
সূত্র: জার্মান সংবাদমাধ্যম বিল্ড