বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ভারতীয় বিমান পরিবহনে নতুন যুগ

দিল্লি ও মুম্বাইয়ে অক্টোবরেই নতুন বিমানবন্দর

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২৩:৪০, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০৯, ৬ অক্টোবর ২০২৫

দিল্লি ও মুম্বাইয়ে অক্টোবরেই নতুন বিমানবন্দর

চলতি অক্টোবরেই চালু হচ্ছে নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর (এনএমআইএ) ও নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)। এতে দিল্লি ও মুম্বাইয়ের বিদ্যমান বিমানবন্দরের চাপ কমবে এবং ভারত পরিণত হবে বৈশ্বিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে।

ভারতের আকাশপথে বড় পরিবর্তনের ইঙ্গিত
ভারতের বিমান পরিবহন খাতে আসছে বড় রদবদল। দেশের দুই ব্যস্ততম মহানগর—দিল্লি ও মুম্বাই—এই মাসেই পাচ্ছে নতুন দুটি আন্তর্জাতিক বিমানবন্দর। নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর (এনএমআইএ) উদ্বোধন হবে ৮ অক্টোবর, আর নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) খুলছে ৩০ অক্টোবর।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই বিমানবন্দর চালুর মধ্য দিয়ে ভারত সরকারের বৃহত্তর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক রচিত হচ্ছে। এর ফলে রাজধানী দিল্লি ও বাণিজ্যনগরী মুম্বাই আর একক বিমানবন্দরের ওপর নির্ভরশীল থাকবে না; যাত্রী ও কার্গো পরিবহনে আসবে বৈপ্লবিক গতি।

যাত্রী ও এয়ারলাইনের জন্য স্বস্তি
নতুন বিমানবন্দর দুটি চালুর ফলে বিদ্যমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি) ও ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের (মুম্বাই) উপর থেকে চাপ অনেকটা কমবে। এর ফলে ফ্লাইট সূচি হবে আরও সময়নিষ্ঠ, আন্তর্জাতিক রুট বাড়বে এবং দেশি-বিদেশি যাত্রীদের জন্য বাড়বে সংযোগ ও আরাম।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও আকাসা এয়ারের মতো বিমানসংস্থাগুলোও পাবে নতুন সুযোগ—নতুন রুট চালুর পাশাপাশি বহর সম্প্রসারণের ক্ষেত্রেও।

বৈশ্বিক প্রতিযোগিতায় ভারতের অগ্রযাত্রা
বিশেষজ্ঞদের মতে, নবি মুম্বাই ও নয়ডা বিমানবন্দর চালু হলে দিল্লি-এনসিআর ও মুম্বাই-মেট্রোপলিটন অঞ্চল পরিণত হবে সত্যিকার অর্থেই বহুমাত্রিক বৈশ্বিক বিমানকেন্দ্রে। এর ফলে ভারত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে দুবাই, লন্ডন ও সিঙ্গাপুরের মতো বড় আন্তর্জাতিক হাবগুলোর সঙ্গে।

গোয়া ইতিমধ্যে এ ধরনের “মাল্টি-এয়ারপোর্ট সিটি”-র মডেল তৈরি করেছে; মোপা বিমানবন্দর চালুর পর সেখানে যাত্রী প্রবাহ বেড়েছে প্রায় ২০ শতাংশ। একই প্রবণতা দিল্লি ও মুম্বাইতেও দেখা যাবে বলে বিশ্লেষকদের পূর্বাভাস।

নবি মুম্বাই বিমানবন্দরটি গড়ে তুলছে আদানি গ্রুপ, আর নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছে সুইস প্রতিষ্ঠান ফ্লুঘাফেন জুরিখ এজি (Flughafen Zurich AG) ও জিএমআর গ্রুপ।

মুম্বাই বিমানবন্দর ইতোমধ্যেই ধারণক্ষমতার সীমায় পৌঁছেছে, কিন্তু দিল্লি বিমানবন্দরে এখনো কিছু সম্প্রসারণের সুযোগ আছে। তবু নতুন দুটি প্রকল্প চালুর ফলে ভারতীয় বিমান খাতের দ্রুত বর্ধনশীল বাজার আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু