বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

দুপুর পর্যন্ত সর্বোচ্চ ৫০% ভোট দুই ভবনে 

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫৫, ১৫ অক্টোবর ২০২৫

দুপুর পর্যন্ত সর্বোচ্চ ৫০% ভোট দুই ভবনে 

বহুল কাঙ্খিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। যদিও ভোট শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়, কিন্তু শুরু হয়েছে সাড়ে ৯টায়। আর দৃষ্টিহীন ভোটাররা ভোট দিতে পেরেছেন সকাল সাড়ে ১১টা থেকে।

চাকসুতে এবার ভোটার ছিলেন প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। নির্বাচনে লড়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মোট ২৬ পদে লড়েছেন ৪১৫ প্রার্থী। একই সঙ্গে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।

টুকটাক কিছু অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত কোন বড় ধরণের কোন বিশৃঙ্খলা বা অপ্রতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ ৩৫ বছর পর ভোট হওয়ায় এই নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহ ছিল বেশি। এমনকি চাকসু নির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছেন দেশের রাজনৈতিক দলের নেতারা।

নির্বাচনে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে, তা এখনো জানা যায়নি। তবে কেন্দ্রভিত্তিক দুপুর পর্যন্ত ভোটের শতাংশ জানা গেছে। 

নির্বাচন কমিশনার জি এইচ হাবীব অবশ্য জানান, নির্বাচনে প্রথম সাড়ে চার ঘণ্টায়, অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় ১১ হাজার, যা মোট ভোটারের ৪০ শতাংশ।

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পাঁচটি ভবনে চাকসু ও হল সংসদ নির্বাচন চলছে, তার মধ্যে চারটি ভবনে ভোট পড়ার হার জানা গেছে। এসব ভবনে দুপুর পর্যন্ত সর্বোচ্চ ৫০ শতাংশ ভোট পড়ার তথ্য জানা গেছে। 

এর মধ্যে সবচয়ে বেশি ভোট পড়েছে আইটি ভবন ও বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্রে। আইটি ভবনে দুপুর আড়াইটা পর্যন্ত ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। এর মধ্যে ৩০৯ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে আড়াই শতাধিক। ৩১০ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে ২৬০টি। ৩১১ নম্বর কক্ষে ৪৮০টি ভোটের মধ্যে পড়েছে দুই শতাধিক। ৩১২ নম্বর কক্ষে ৪৯৬টি ভোটের মধ্যে পড়েছে ২৫০ ভোটের মতো। 

এই কেন্দ্রের ২১৪ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে ২০০ শতাধিক। ২১৫ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে ২৬০টির মতো। ২১৬ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে আড়াই শতাধিক। আর ১১৭ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে তিন শতাধিক ভোট পড়েছে।

বিজ্ঞান অনুষদ ভবনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আল আমীন দুপুর পৌনে ২টায় জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৪৫ শতাংশের মত ভোট পড়েছে। দুপুর আড়াইটার দিকে তা ৫০ শতাংশে পৌঁছে যাওয়ার কথা। বিজ্ঞান অনুষদ কেন্দ্রে শাহ আমানত, শহীদ আবদুর রব ও মাস্টার দা সূর্য সেন হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। মোট ভোটার সংখ্যা চার হাজার ৫৩৮ জন। 

কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল শাহীন খান জানান, দুপুর ১টা পর্যন্ত সেখানকার ছয়টি কক্ষে ৩০ শতাংশ এবং অন্য ছয়টি কক্ষে ৩৫ শতাংশ ভোট পড়েছে। এ ভবনে সবমিলিয়ে ৫২৬৩ ভোট রয়েছে।

সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে মোট ৬৮১৮ জন ভোটার রয়েছেন জানিয়ে সেখানকার রিটার্নিং কর্মকর্তা এনায়েত উল্লাহ পাটোয়ারী জানান, বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৮৫৯ জন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু