রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

শাহজালাল রানওয়ে বন্ধ রাত ৯টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৬, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৪৫, ১৮ অক্টোবর ২০২৫

শাহজালাল রানওয়ে বন্ধ রাত ৯টা পর্যন্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের রানওয়ে রাত ৯টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিমান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এবং বিমানবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এ ঘটনায় ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটে বিশৃঙ্খলা
রানওয়ে বন্ধ থাকায় ঢাকামুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে অন্যত্র অবতরণ করতে বাধ্য করা হয়।

ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের হংকং থেকে আসা ফ্লাইট দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর কাটার পর অবতরণের অনুমতি না পেয়ে বিকল্প পথে যায়।
ইন্ডিগো এয়ারলাইনসের দিল্লি থেকে ঢাকাগামী ফ্লাইট পাঠানো হয় কলকাতার নেটাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যাংকক থেকে আসা এবং এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইট নামানো হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

অভ্যন্তরীণ রুটেও বিপর্যয়
অভ্যন্তরীণ রুটেও প্রভাব পড়ে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট উড্ডয়নের পরও ঢাকায় নামতে না পেরে ফিরে যায়।ইউএস-বাংলার চট্টগ্রাম থেকে ঢাকাগামী ফ্লাইটও একইভাবে ফিরে যায়।এদিকে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট যাত্রীবাহী বিমান হয়েও রানওয়ে বন্ধ থাকায় ট্যাক্সিওয়েতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে।

আন্তর্জাতিক প্রভাবও পড়ছে
কুয়েতের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজালাল বিমানবন্দরের রানওয়ে খোলার আগে কুয়েত থেকে ঢাকামুখী কোনও ফ্লাইট ছাড়বে না।শনিবার রাত সাড়ে ৭টার পরও কার্গো ভিলেজের আগুন জ্বলতে থাকে। আগুনে বিপুল পরিমাণ পণ্য ও গুদাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর এখনো নিশ্চিত করা যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন