ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস ফ্লাইটের সময় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৬, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৯, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮৭ এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটটি বিলম্বিত হয়ে রাত তিনটায় ছেড়ে যাবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে দুপুর সোয়া ২টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ২০টি ইউনিটও।
বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংস্থা সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অন্তর্বর্তীকালীনভাবে সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পার্কিং স্ট্যান্ড ১৪–এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে সব বিমান নিরাপদে আছে বলে নিশ্চিত করেছেন বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।