রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

কার্গো সেকশনে এখনো জ্বলছে আগুন

আগুন নিয়ন্ত্রণে আনতে আনসারের ১৫ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৬, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২১, ১৮ অক্টোবর ২০২৫

আগুন নিয়ন্ত্রণে আনতে আনসারের ১৫ সদস্য আহত

তিন ঘণ্টার বেশি সময় পেড়িয়ে গেলেও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন এখনো নিয়ন্ত্রণের আসেনি। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পরও আগুন জ্বলছে। কার্গো ভিলেজে আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

দুপুর আড়াইটায় অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, সিভিল অ্যাভিয়েশন ও বিজিবির সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন বিজিবিও সেখানে কাজ করছে। কিন্তু সংস্থাগুলোর কর্মীদের নিরলস চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্রাথমিকভাবে কার্গো ভিলেজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী কাজ করলেও আপাতত কোনো বিমান ক্ষতিগ্রস্থের খবর পাওয়া যায়নি। যদিও এরই মধ্যে ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।

এদিকে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানিয়েছেন, ‘ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এরইমধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

এদিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। আগুনকে কেন্দ্র করে অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন