শাহজালাল বিমানবন্দরের আগুনে স্থগিত বিমান চলাচল
সিলেটে ঢাকাগামী বিমান অবতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৯, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৪, ১৮ অক্টোবর ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে করে উড্ডয়নের অপেক্ষায় থাকা একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট আটকে গেছে।
ইতোমধ্যেই কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করতে না পেরে অন্য বিমানবন্দরে ফিরে গেছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিকেল ৩টা ৩০ মিনিটে গণমাধ্যমকে জানান, কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে
নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পুনরায় বিমান চলাচল শুরু করা হবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পাওয়া মাত্রই প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে আরও ২৪টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখনো আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।”
অন্যদিকে, বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা জানান, আগুনের কারণে টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়েছেন শতাধিক যাত্রী। নিরাপত্তার জন্য পুরো বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় কার্গো ভিলেজের পশ্চিমাংশে অবস্থিত একটি গুদাম থেকে, যেখানে আমদানি-রপ্তানির বিভিন্ন পণ্য সংরক্ষিত ছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আসলে এবং প্রাথমিক নিরাপত্তা যাচাই সম্পন্ন হলে বিমান চলাচল পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।