রবিবার থেকে শাহবাগে লাগাতার আন্দোলন প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৭, ১৮ অক্টোবর ২০২৫

দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে ’চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ’।
শনিবার (১৮ অক্টোবর) পরিষদের আহ্বা্য়ক মো. আলী হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, একই দাবিতে তারা ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে ১৮ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ১৯ অক্টোবর থেকে শাহবাগে লাগাতার আন্দোলন শুরুর কথা বলা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে ২০১৮ সাল থেকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার আদায়ে সংগঠনটি ধারাবাহিক আন্দোলন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, রিট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ নানা কর্মসূচি পালন করছে। তবুও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তব অন্তর্ভুক্তি নিশ্চিত না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নামছে।
সংগঠনের পাঁচটি দাবি হলো-
১. নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ: প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ দিতে হবে এবং প্রতি দুই বছর পরপর নতুন বিজ্ঞপ্তি দিতে হবে।
২. প্রতিবন্ধী কোটা সংরক্ষণ: প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করে প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক পরীক্ষায় তা কার্যকর করতে হবে।
৩. শ্রুতি লেখক নীতিমালা সংশোধন: প্রতিবন্ধী পরীক্ষার্থীদের নিজের পছন্দে শ্রুতি লেখক মনোনয়নের স্বাধীনতা দিতে হবে।
৪. বিশেষ নিয়োগের সুযোগ: সমাজসেবা অধিদপ্তরের অধীনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারগুলোতে শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ নিয়োগ দিতে হবে।
৫. চাকরির বয়সসীমা বৃদ্ধি: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে। আর যদি সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ বছর নির্ধারিত হয়, তবে প্রতিবন্ধীদের জন্য ৩৭ করতে হবে।
বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, “আমরা ৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দিয়েছি। সেখানে বলেছি, ১৮ অক্টোবরের মধ্যে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, প্রয়োজনে অনশনেও যাব।”
তিনি আরও বলেন, “আমরা শিক্ষিত, যোগ্য ও কর্মক্ষম। অথচ নীতিমালার অপূর্ণতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতার কারণে আমরা বারবার বঞ্চিত হচ্ছি। এটি শুধু ব্যক্তিগত নয়, জাতীয় উন্নয়নের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করছে।”