ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২০:১৬, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১৮, ১৮ অক্টোবর ২০২৫

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি নাসিরউদ্দিন বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের সময় শপথ নিয়েছি, দেশের মানুষকে একটি অনুকরণীয় নির্বাচন উপহার দেব। প্রশাসন, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা একই প্রতিশ্রুতি দিয়েছেন— তারা নিরপেক্ষভাবে কাজ করবেন।”
তিনি জোর দিয়ে বলেন, কোনো গোয়েন্দা সংস্থা, ব্যক্তি বা বাহিনীর নির্দেশে নয়—সংবিধান ও আইন মেনে কমিশন তার সিদ্ধান্ত নেবে। “সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের অঙ্গীকার,” যোগ করেন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “সরকার বলেছে, যেসব দলের বিচার প্রক্রিয়া চলছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই আইনি অবস্থান পরিষ্কার—নিষিদ্ধ বা বিচারাধীন দলগুলো নির্বাচনের বাইরে থাকবে।”
সিইসি আরও বলেন, “এর আগে যেভাবে দুই-তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তেমন সুযোগ আর নেই। এবার আমরা এমন একটি নির্বাচন করব, যা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে। কোনো দল বা গোষ্ঠীর চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশন।”
সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের কমিশনার রায়হাল কাওসার, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা-কর্মচারীরা।
সিইসি শুক্রবার সকালে বরিশালে এসে শনিবার সকাল ও বিকেলে দুটি আলাদা বৈঠকে অংশ নেন—সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে সার্কিট হাউজে প্রশাসন ও পুলিশের সঙ্গে।