শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

ঢাকাগামী ফ্লাইট ঘুরছে চট্টগ্রাম-কলকাতায়

প্রকাশ: ১৮:২৯, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৪, ১৮ অক্টোবর ২০২৫

ঢাকাগামী ফ্লাইট ঘুরছে চট্টগ্রাম-কলকাতায়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর আকাশপথে চলছে চরম অচলাবস্থা। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর থেকে বিমান ওঠানামা পুরোপুরি স্থগিত রাখা হয়েছে। ফলে ঢাকাগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ধোঁয়ার তীব্রতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে রানওয়ে বন্ধ রাখা হয়েছে।

ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো ফ্লাইট নামানো হয়েছে কলকাতায়। শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটও ঘুরে গেছে চট্টগ্রামে।

হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিচ্ছে—আগুনের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সেটি অবতরণ করবে না।
ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট দুটি ট্যাক্সিওয়েতে আটকে আছে। এদিকে সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঘুরে চট্টগ্রামে নেমেছে। একইভাবে ইউএস–বাংলার চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। যাত্রী টার্মিনালে কোনো ক্ষতি হয়নি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কার্যক্রম আংশিক সীমিত রাখা হয়েছে।

এক কর্মকর্তা সমাজকালকে বলেন, “কার্গো এলাকাতেই মূল আগুন; যাত্রী টার্মিনাল নিরাপদ। ফ্লাইট চলাচল পুনরায় চালুর আগে আমরা সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও স্পষ্ট নয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন