রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৪, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৩৬, ১৯ অক্টোবর ২০২৫

কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, এই রোবটটি ফায়ার সার্ভিসের সর্বাধুনিক অগ্নিনির্বাপণ প্রযুক্তির অংশ। বিপজ্জনক এলাকায় মানবজীবনের ঝুঁকি এড়াতে এটি দূরনিয়ন্ত্রিতভাবে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। শক্তিশালী ফ্যান ও পানির জেটের মাধ্যমে এটি আগুন নেভানোর পাশাপাশি ঘন ধোঁয়া ও গরম বাতাসও দূর করে।

দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগে। এর পরপরই ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সন্ধ্যাা সোয়া ৭টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঢাকামুখী বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করানো হয়েছে।

আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন