পার্বতীপুর ১০ ঘণ্টা বিদ্যুৎহীন, মানুষের ভোগান্তি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৮, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪১, ১৮ অক্টোবর ২০২৫

১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় চরম ভোগান্তির শিকার হয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৮০ হাজার পল্লীবিদ্যুৎ গ্রাহক। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ ছিল না।
উপজেলার মোমিনপুর ইউনিয়ন দোয়ানিয়া গ্রামের শাহানাজ পারভীন নামের এক স্কুলশিক্ষিক বলেন, ফ্রিজে মাছ, খাবার রান্না, দুধ এসব সংরক্ষণ করে রাখি। ছোট বাচ্চার দুধও নষ্ট হয়ে গেছে। কিন্তু শনিবার সকাল থেকে বিদ্যুৎ নেই, সন্ধ্যায় দেখি সব পচে গন্ধ বের হচ্ছে। সব এখন ফেলে দিতে হচ্ছে। বিদ্যুৎ না থাকলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়, সেটা কেউ বোঝে না।
গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে বিষয়টি জানানো হয়নি। এমনকি এলাকায় মাইকিং করা হয়নি।
চণ্ডিপুর ইউনিয়নের বসিরবানিয়া গ্রামের আনিছ রহমান বলেন, শনিবার সকাল ৮টার পর বিদ্যুৎ চলে যায়। এর মধ্যেই ট্যাংকের পানি শেষ হয়ে গেছে। এমন কি ওয়াশরুমে ব্যবহারের পানিও ছিল না। আমার স্ত্রী তো পাশের বাড়ি থেকে পানি এনে রান্না-বান্না সারছে।
উপজেলার হামিদপুর ইউনিয়ন পাতরাপাড়া গ্রামের আব্দুল সালাম বলেন, সকাল ৮টার পর থেকে বিদ্যুৎ নেই, বারবার ফোন দিলেও কর্তৃপক্ষ ধরে না। বিদ্যুতের বিষয়ে কোনো তথ্যও জানতে পারছি না। লোকজনকেও কিছু বলতে পারি না।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পার্বতীপুর জোনাল কার্যালয়ের মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জহুরুল হক বলেন, সৈয়দপুর সাব স্টেশনের গ্রিড মেইনটেন্যান্সের কারণে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা ৬টার পর থেকে বিদ্যুৎ স্বাভাবিক হয়ে এসেছে।
উপজেলায় পল্লী বিদ্যুতের ৮০ হাজার গ্রাহক রয়েছে। ১৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলে মিলছে ৮/৯ মেগাওয়াট। ফলে কোন কোন এলাকায় বিদ্যুৎ আসা-যাওয়া করে থাকে।