শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

উখিয়ায় ভোটকেন্দ্র পুনর্বহাল দাবিতে মানববন্ধন

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৪, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২২, ১৮ অক্টোবর ২০২৫

উখিয়ায় ভোটকেন্দ্র পুনর্বহাল দাবিতে মানববন্ধন

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উখিয়া সদরের প্রধান সড়কে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে নারী, পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা জানান, রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৭ হাজার ৫০০। বর্তমানে ওয়ার্ডটিতে দুটি ভোটকেন্দ্র রয়েছে—উখিয়া গার্লস স্কুল এবং ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে গার্লস স্কুলে ভোটার সংখ্যা প্রায় ২ হাজার ৭০০ এবং ফলিয়াপাড়া কেন্দ্রে রয়েছে প্রায় ৪ হাজার ৮০০ ভোটার।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছর ধরে চালু থাকা ফলিয়াপাড়া ভোটকেন্দ্রটি সরিয়ে নিয়ে মৌলভীপাড়ার একটি বেসরকারি ক্ষুদ্র প্রতিষ্ঠানে স্থানান্তরের পরিকল্পনা চলছে, যেখানে ভোটার সংখ্যা মাত্র ২৬৩ জন। এতে করে হাজার হাজার ভোটারকে ভোগান্তির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় শিক্ষক জাফর আহমদ বলেন, শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, ফলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়—এই অঞ্চলের মানুষের ভোটাধিকার চর্চার অন্যতম মাধ্যম। এটি সরিয়ে নেওয়া মানে এলাকার মানুষকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা।

মানববন্ধনে অংশ নেওয়া জ্যেষ্ঠ নাগরিক সোনালি আক্তার বলেন, এই বয়সে কাছাকাছি কেন্দ্রে ভোট দিতে পারি বলেই ভোটাধিকার চর্চা করছি। কেন্দ্র দূরে সরিয়ে দিলে আমরা আর ভোট দিতে পারব না। এটা খুবই অন্যায়।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা নুর মোহাম্মদ সিকদার বলেন, ফলিয়াপাড়া ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত এলাকাবাসী কোনোভাবেই মেনে নেবে না। এই সিদ্ধান্ত দ্রুত বাতিল না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার।

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত এই ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি জানান।

আরও পড়ুন