নেত্রকোনায় লালন সাঁইয়ের তিরোধান দিবস উদযাপিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৫

মানুষের মুক্তি, সমতা ও মানবতার আহ্বান ছিল ফকির লালন সাঁইয়ের গানের মূল কথা। শতাধিক বছর পরও তার দর্শন বাঙালির সমাজচিন্তা ও সংস্কৃতিতে অম্লান। সেই সাধকের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে নেত্রকোনায় উদযাপিত হলো স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার রাতে জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালনের জীবন, দর্শন ও মানবতাবোধ নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। বক্তারা বলেন, লালন ছিলেন মানুষের কবি, যিনি জাত-পাত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সমাজে ভালোবাসা ও সাম্যের বাণী ছড়িয়ে দিয়েছেন। তার গান আজও বিভাজিত সমাজে সহনশীলতার দিশা দেয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন লালনের জনপ্রিয় গান। নৃত্য ও সংগীতের মনোমুগ্ধকর উপস্থাপনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। দর্শকরা তন্ময় হয়ে উপভোগ করেন অনুষ্ঠানটি।
লালনভক্তরা বলেন, লালনের গান আত্মাকে পরিশুদ্ধ করে, মানুষকে নিজের ভেতরকার সত্যের সন্ধান দেয়। এমন আয়োজন মানুষকে তার মূল চেতনায় ফিরিয়ে আনে। আলোচনা পর্ব শেষে দলীয় নৃত্য ও লালনের দর্শনভিত্তিক পরিবেশনায় পরিসমাপ্তি ঘটে এই আয়োজনের।