শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

 দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০:২৭, ১৭ অক্টোবর ২০২৫

 দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ থেকে গত ১৭ বছরে প্রায় ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে—এমন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৭ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ‘জিয়া সাইবার ফোর্স’ উপজেলা শাখার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য তুলে ধরেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, `২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার। এটি ২১ লাখ কোটি টাকার সমান—যা বাংলাদেশের তিন বছরের বাজেটের সমপরিমাণ। এত বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, অথচ দেশের বাজেট প্রায় ৭ লাখ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ।‘

তিনি অভিযোগ করেন, `লুটেরা চক্র দেশ থেকে অর্থ লুট করে বিদেশে পালিয়ে শান্তিতে বসবাস করছে। এই লুটেরাদের মুখোশ উন্মোচনে কাজ করছে জিয়া সাইবার ফোর্স।‘

আসাদুজ্জামান বলেন, `অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।‘

তিনি আরও যোগ করেন, `১৭–১৮ বছর পর বাংলাদেশের মানুষ আবার ভোটের অধিকার প্রয়োগের আনন্দ পাবে। এই নির্বাচন নিয়ে অনেক মতামত ও সমালোচনা থাকবে, কিন্তু সরকার তার লক্ষ্য পূরণ করবেই।‘

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, `যারা জুলাই বিপ্লবের সময় অপরাধে জড়িত ছিল, তাদের বিচারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সরকার এই প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর।‘

সভায় আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলুসহ স্থানীয় নেতারা।

পরে তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘স্বপ্নবাজ ফাউন্ডেশন’-এর সৌজন্যে স্থাপিত সুপেয় পানির পাম্প উদ্বোধন করেন এবং রোগীদের জন্য নিজস্ব অর্থায়নে ৪০টি সিলিং ফ্যান উপহার দেন।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো: স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই সনদ সারাবিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষর করলো বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্যসহ ২৫টি রাজনৈতিক দল ও জোট প্রতিনিধিরা
ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু