শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

টাকা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২১:৩৪, ১৭ অক্টোবর ২০২৫

টাকা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

নাটোরের লালপুরে টাকা দেওয়ার কথা বলে আমবাগানে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ করে আলতাফ হোসেন নামের এক যুবক। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার বিলমাড়িয় গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আলতাফ হোসেন (২৬ বছর) বিলমাড়িয়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবারবিকালে আলতাফ টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ির পাশের আমবাগানে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বিষয়টি পরিবারের লোকজনকে জানালে এলাকাবাসী আলতাফকে আটক করে।

তারপর তারা পুলিশে খবর দেন। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে আলতাফকে নিয়ে যায়।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন