প্রণয় ভার্মা
লালনের মানবতাবাদী দর্শনই বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক বন্ধনের সেতু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:০১, ১৭ অক্টোবর ২০২৫

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ফকির লালন শাহের মানবতাবাদী দর্শন বাংলাদেশের ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক যাত্রার প্রেরণার উৎস। তার মতে, লালনের অন্তর্ভুক্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবতার বাণী জাতীয় সীমানার ঊর্ধ্বে উঠে দুই দেশের সংস্কৃতিকে গভীরভাবে যুক্ত করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘লালন সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রণয় ভার্মা বলেন, ‘এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, বরং বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে উদ্যাপনেরও এক অনন্য সুযোগ।’
অনুষ্ঠানে প্রয়াত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি গভীর শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার। এ সময় প্রদর্শিত হয় ফরিদা পারভীনের গাওয়া লালনগীতির বিশেষ ভিডিও এবং তার স্বামী, একুশে পদকপ্রাপ্ত গাজী আবদুল হাকিমের বাঁশির পরিবেশনা।
ন্ধ্যার অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের বিশিষ্ট লালনশিল্পীরা—চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, কুষ্টিয়ার টুন্টুন বাউল ও তাঁর দল, নাসরিন আক্তার বিউটি, ব্যান্ড লালনের সুমি, এবং অচিন পাখি একাডেমির শিক্ষার্থীরা।
লালন বিশ্ব সংঘের গবেষক আবদেল মান্নান ‘লালনের চিরস্থায়ী দর্শন’ বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা আফজাল হোসেন।
প্রণয় ভার্মা শেষে বলেন, ‘লালনের দর্শন আমাদের শেখায় মানবতার মর্ম, যা ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক হৃদয়ে এক অদৃশ্য বন্ধন সৃষ্টি করেছে।’