শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

কিং সালমান গেট

 মক্কার পবিত্র মসজিদে যুক্ত হবে ৯ লাখ নামাজের জায়গা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৭, ১৮ অক্টোবর ২০২৫

 মক্কার পবিত্র মসজিদে যুক্ত হবে ৯ লাখ নামাজের জায়গা

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান পবিত্র মক্কার মসজিদুল হারামের পাশে একটি বিশাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গতকাল শুক্রবার। যার মাধ্যমে ভেতরে ও বাইরে  যুক্ত হবে প্রায় ৯ লাখ নামাজের জায়গা।

‘কিং সালমান গেট প্রকল্প’ নামের এই উদ্যোগটি বাস্তবায়ন করছে রুয়া আলহারাম আলমাক্কি কোম্পানি। প্রকল্পটি প্রায় ১ কোটি ২০ লাখ বর্গমিটার (৪.৬ বর্গমাইল) এলাকা নিয়ে গড়ে তোলা হবে। কোম্পানিটি জানিয়েছে, এটি সম্পন্ন হলে মসজিদুল হারামে পৌঁছানো আরও সহজ হবে এবং হাজি ও মুসল্লিদের জন্য সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

যদিও প্রকল্পের খরচ বা সমাপ্তির সময়সীমা এখনো জানানো হয়নি, এটি মক্কার নগর উন্নয়ন পরিকল্পনায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘কিং সালমান গেট’-এর নকশায় থাকবে আধুনিক নগর পরিকল্পনার সব উপাদান—পরিবহন সংযোগ, নাগরিক সুবিধা, সাংস্কৃতিক ও বাণিজ্যিক এলাকা, আবাসন ও আতিথ্য সেবা ইত্যাদি।

প্রকল্পের আওতায় প্রায় ১৯ হাজার বর্গমিটার ঐতিহ্যবাহী স্থাপনা পুনর্গঠন ও সংরক্ষণ করা হবে, যাতে মক্কার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা পায়।
সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পটি দেশের অর্থনৈতিক রূপান্তরে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি হিসেবে, প্রকল্পটির মাধ্যমে ২০৩৬ সালের মধ্যে ৩ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।

বিশ্লেষকদের মতে, এই বিশাল প্রকল্প কেবল পবিত্র নগর মক্কারই নয়, বরং পুরো সৌদি অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। তীর্থযাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ, নগর পরিবহন সুবিধা, আধুনিক স্থাপত্য এবং ঐতিহ্যের সংরক্ষণ—সব মিলিয়ে ‘কিং সালমান গেট’ প্রকল্পটি ইসলামী বিশ্বের জন্য এক অনন্য মাইলফলক হয়ে উঠবে। সূত্র : খালিজ টাইমস

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন